সকল মেনু

এবার আইএস নেতা বাগদাদির মৃত্যু ‘নিশ্চিত’: ইরান

হটনিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির এক মুখপাত্র বলেছেন, উগ্রপন্থি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি সুনিশ্চিতভাবেই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান এ তথ্য জানিয়েছে।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের শাখা কুদস বাহিনীর প্রতিনিধি আল শিরাজি বলেছেন, ‘সন্ত্রাসী বাগদাদি সুনিশ্চিতভাবে নিহত হয়েছে।’ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি শিরাজি।

২০১৪ সালে ইরাকের মসুলের গ্র্যান্ড নূরি মসজিদে দাঁড়িয়ে খিলাফতের ঘোষণা দিয়েছিলেন বাগদাদি। এরপর অসংখ্যবার তার মৃত্যুর বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু এর কোনটিই সত্য বলে প্রমাণিত হয়নি। চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে বিমান হামলায় বাগদাদির মৃত্যু হয়েছে। ওই হামলায় আইএসের শীর্ষ স্থানীয় অনেক নেতাও নিহত হয় বলে দাবি করা হয়।সর্বশেষ বৃহস্পতিবার ইরাকি বাহিনী দাবি করেছে, তারা আইএসের খিলাফত ঘোষণার স্থান মসুলের গ্র্যান্ড নূরি মসজিদ পুর্নদখল করেছে। তবে বাগদাদি সম্পর্কে তারা কোনো কিছুই জানায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top