সকল মেনু

পুলিশ ও র‌্যাব প্রধান কথা বলেননি

 হটনিউজ ডেস্ক: রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের কাছে নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে আত্মঘাতী হামলার প্রায় পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ‌র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।তবে এসময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
র‌্যাবের প্রস্তাবিত ও নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা চালায় অজ্ঞাত এক যুবক। প্রস্তাবিত সদর দফতরটি বর্তমানে র‌্যাবের ব্যারাক হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রায় দুইশ র‌্যাব সদস্য সেখানে থাকেন। সংরক্ষিত এলাকাটির চারপাশেই কংক্রিটের দেয়াল। প্রবেশের জন্য একটি প্রধান ফটক রয়েছে।সেখানে ২৪ ঘণ্টাই থাকে র‌্যাবের পাহারা। এত নিরাপত্তার পরও সেখানে আত্মঘাতী হামলার পর পুরো এলাকাটি ঘেরাও করে রাখে র‌্যাব। এমনকি ঘটনার পর প্রথমে থানা পুলিশকেও ভেতরে প্রবেশ করতে দেয়নি র‌্যাব। আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে যান র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা।
ঘটনার পর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম  বলেন, ‘দুপুরে র‌্যাবের নির্মাণাধীন ভবনের মধ্যে আত্মঘাতী হামলা হয়। হামলাকারী নিহত হয়। র‌্যাবের দুই সদস্য এসময় আহত হন। তবে ঘটনার পর সেখানে পুলিশকে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
এদিকে বিকাল সাড়ে ৪ টার দিকে সিআইডির ক্রাইম সিন প্রবেশ করে। তারা আলামত সংগ্রহ করার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিহত জঙ্গির সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী।

এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি একেএম শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তারা গাড়িতে করেই র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে প্রবেশ করেন। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর সন্ধ্যা সাতটার দিকে তারা বের হয়ে যান। এসময় সংবাদকর্মীরা তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কেউ কথা বলেননি। আইজিপি গাড়ির গ্লাস খুলেন। তবে কোনও কথা বলতে রাজি হননি। এরপর তারা দুজনেই চলে যান।

এর আগে বিভিন্ন সময় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর পুলিশ ও র‌্যাব প্রধান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বললেও এবারই ব্যতিক্রম হলো।

সন্ধ্যা ৭ টা ১২ মিনিটের দিকে বিমানবন্দর থানার পুলিশ লাশ নিয়ে ঢামেক হাসপাতালে চলে যায়।

ওসি নূরে আজম বলেন, ‘লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন শেষে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান,দুপুর একটার দিকে র‌্যাব সদর দফতরের সীমানা প্রাচীরের নিচ দিয়ে এক যুবক ভেতরে প্রবেশ করে। সে অপরিচিত হওয়ায় র‌্যাবের দুই সদস্য চ্যালেঞ্জ করলে ওই জঙ্গি তার শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top