সকল মেনু

আলোচনা অব্যাহত থাকবে রাজনীতিবিদদের সঙ্গে : মার্কিন রাষ্ট্রদূত

হটনিউজ ডেস্ক: রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা এবং বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা। এরই ধারাবাহিকতায় রাজনীতিবিদদের সঙ্গে আমার আলোচনা অব্যাহত থাকবে।’ বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা শুরু করেন বার্নিকাট। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বৈঠকশেষে বেরিয়ে এসে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন বার্নিকাট। এ সময় তিনি বলেন, ‘ইতোমধ্যে সরকারদলীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছি।’ ভবিষ্যতে তিনি আরও রাজনীতিকদের সঙ্গে বসবেন বলেও সাংবাদিকদের জানান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বার্নিকাটের সঙ্গে দু’জন কর্মকর্তা ছিলেন বলে জানান বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সুত্র জানায়, খালেদা-বার্নিকাট বৈঠকে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, আগামী নির্বাচন বিষয়ক আলোচনাই মুখ্য ছিল।

এর আগে মঙ্গলবার বিএনপির একটি সূত্র  জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বুধবারের বৈঠকে। এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনও নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্টের রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এর আগে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের  জানান, বার্নিকাটের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের বৈঠকের তথ্য তার জানা নেই। তিনি বলেন, ‘চেয়ারম্যানসহ আমরা ঢাকার বাইরে আছি। হয়তো ঢাকায় ফিরেই জানতে পারব।’

জামায়াতে ইসলামীর সঙ্গে বার্নিকাটের কোনও বৈঠক হবে কিনা, এ নিয়ে এখনও পরিষ্কার হতে পারেনি দলটির একাধিক সূত্র। তবে আগামী দুই-একদিনের মধ্যেই জানা যাবে বলে বাংলা ট্রিবিউনকে জানায় জামায়াতের নির্ভরযোগ্য দুটি সূত্র।

এদিকে রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি দেয়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top