সকল মেনু

দুর্গাপুরে জলসিঁড়ি‘র সাহচর্য পাঠচক্র

বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা): জেলার দুর্গাপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি পাঠকেন্দ্র‘র একটি কর্মসূচী সাহচর্য পাঠচক্র আয়োজিত হাজং মাতা রাশিমণি ও সঙ্গীতগুরু শৈলজারঞ্জন মজুমদারের জীবন ও কর্ম নিয়ে স্মরণ আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে।দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে জলসিঁড়ি‘র প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল এর সভাপতিত্বে আলোচনা ও স্মরণ আয়োজনে এ দুজন মহৎ মানুষের স্মরণে পদক প্রদান ও তাদের জীবন ও কর্ম নিয়ে নিয়মিত চর্চার তাগিদ দেন আলোচকবৃন্দ। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং, জলসিঁড়ির সভাপতি এ্যাডভোকেট মানেস সাহা, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, আদিবাসী গবেষক ও কবি সুজন হাজং, কবি লোকান্ত শাওন, কবি নাজমূল হক পথিক, সাহচর্য  পাঠচক্রে‘র আহবায়ক বিদ্যুৎ সরকার প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top