সকল মেনু

হেরেও এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

b1edf4b85ccd91d3ef118ccc3c258467-bcb-logo_63-2-_0_0খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচের হার দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। তিন ম্যাচের দুটিতে জিতে ৯ পয়েন্ট ও নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ পর্বের শীর্ষেই ছিল বাংলাদেশ যুবদল।

রবিবার টস হেরে ব্যাট করতে নেমে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩০ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৮০ রান করেন বিপিএলে আলো ছড়ানো অফিফ হোসেন। এছাড়া ৪২ রান করেন মোহাম্মদ রাকিব।

জবাবে খেলতে নেমে পাকিস্তান ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে। সর্বোচ্চ ৫০ রান করেন মোহাম্মদ জাইদ আলম। ৪৫ রান করেন অধিনায়ক নাসির নাওয়াজ।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত ভূমিকা রাখেন আফিফ। দুটি উইকেট নেন তিনি। একইভাবে ২ উইকেট নেন শাখাওয়াত হোসেন, একটি নেন সাইফ হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top