সকল মেনু

রিজার্ভের টাকায় বন্ড ছাড়া হবে: অর্থমন্ত্রী

32986caaaa65f2ae822fd7295380be93-57566a914e3b6হটনিউজ২৪বিডি.কম : বড় উন্নয়ন প্রকল্পের অর্থায়নের জন্য কেন্দ্রীয ব্যাংকের রিজার্ভ থেকে টাকা নিয়ে ফান্ড গঠন করে সেখান থেকে বাজারে সভরিন বন্ড ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এ বন্ড ছাড়তে পৃথক একটি আইন করতে হবে। আগামী মাসেই বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ সভায় তোলা হবে। এ ফান্ড সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের হতে পারে। তবে শুরু হবে দুই বিলিয়ন ডলার দিয়ে। সরকারের মেগা প্রকল্পে বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পে এ বন্ডের অর্থ ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ ফান্ড ম্যানেজমেন্ট করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পৃথক ম্যানেজমেন্ট বিভাগ থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা বিদেশ থেকে যে ‍সুদহারে ঋণ নেই তার চেয়ে বেশি সুদহারে এ ঋণ নেওয়া হবে।’

এছাড়া এদিন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন গ্রামীণ ফোনের সিইও। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ফোন ৪০ শতাংশ হারে সবচেয়ে বেশি করপোরেট ট্যাক্স দেয়। কেউ কেউ ৪২ শতাংশ ও ২৭ শতাংশ হারেও করপোরেট ট্যাক্স দেয়।’

সাক্ষাতকালে গ্রামীণ ফোনের সিইও অর্থমন্ত্রীকে দুটি সমস্যার কথা জানান। যার মধ্যে অ্যাপসের দাম ৫০ টাকার বেশি হতে পারবে না বলে বিটিআরসি নির্দেশনা এবং যে টাকা দিয়ে কোম্পানিটি তরঙ্গ কিনে হয়েছে তার ওপর ৫ শতাংশ হারে ট্যাক্স আরোপ। এ সময় অর্থমন্ত্রীর কাছে এসব নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান প্রতিষ্ঠানটির সিইও।

জবাবে অর্থমন্ত্রী একমত পোষণ করে বলেন, ‘তরঙ্গের জন্য কোম্পানিগুলো যে টাকা দেয় তা সরকারি কোষাগারেই যায়। এর ওপর আবার ট্যাক্স কেন বসানো হলো। বিষয়টি আমি বিবেচনা করবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top