সকল মেনু

ত্বক উজ্জ্বল করবে কমলার খোসা

5dfebabf5fa6cfd4114636aec8b2f166-5845314dac44bহটনিউজ২৪বিডি.কম : বিবর্ণ ত্বকে জৌলুস ফিরিয়ে আনতে চান? কমলার খোসার একটি ফেসপ্যাকেই ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। কমলায় খোসায় থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড ত্বকের ভেতর থেকে দূর করে ময়লা। এর সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে আরও কার্যকরী করতে পারেন ফেসপ্যাককে।

জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন কমলার খোসার ফেসপ্যাক-
কলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। ৫টি আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পেস্ট করে নিন।

একটি পাত্রে আমন্ড পেস্ট, ১ চা চামচ কমলার খোসা গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে দুধ দিয়ে ফেটিয়ে নিন ভালো করে। মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে ফেসপ্যাকটি পাতলা আবরণে লাগান মুখ ও গলার ত্বকে। ৩০ মিনিট পর শুকিয়ে আসলে পানি ছিটিয়ে স্ক্রাব করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আবার ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করুন ত্বক।
মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ত্বকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top