সকল মেনু

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পাচ্ছে মাতৃভাষায় বই

c6ff4b2ee73cec2d3da4b4dcbce81ee0-5843ef470d675হটনিউজ২৪বিডি.কম : দেশে প্রথমবারের মতো প্রাক-প্রাথমিক পর্যায়ে পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব মাতৃভাষার বই দেওয়া হচ্ছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রথমবারের মতো ব্রেইল বই দিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রবিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে দুটি ছাপাখানা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ হাজার শিক্ষার্থীর জন্য এবার প্রথমবারের মতো তাদের মাতৃভাষায় বই দেওয়া হচ্ছে। আর দৃষ্টি প্রতিবন্ধী ৯ হাজার ৭০৩ জন শিক্ষার্থীকে এনসিটিবি ব্রেইল বই দিচ্ছে প্রথমবারের মতো।

এর আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দিতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top