সকল মেনু

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সময়সূচি

bd-nz_48191খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ করা হয়েছে। অবশ্য টাইগার ক্রিকেটাররা বর্তমানে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিপিএল শেষেই টাইগাররা উড়াল দিবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা ৩টি ওয়ানডে, ২টি টেস্ট এবং ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। তবে সিরিজ শুরুর পূর্বে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে মুশফিক-সাকিবরা।

আগামী ৯ ডিসেম্বর বিপিএল শেষ হওয়ার পর পরই সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদের এ অনুশীলন ক্যাম্প চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও বিসিবি একাদশ সেখানে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিগ ব্যাশ লিগের দল সিডনী থান্ডার্স ও সিডনী সিক্সেক্সের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ ও ১৫ ডিসেম্বর সিডনীর ঘরের মাঠে।

এরপর সেখান থেকে তারা পাড়ি জমাবেন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের পূর্ণাঙ্গ সফরসূচি-

ওয়ানডে সিরিজ
২৬ ডিসেম্বর, সোমবার- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ১ম ওয়ানডে (ভোর ৪টা) মাঠ- ক্রাইস্টচার্চ
২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ২য় ওয়ানডে (ভোর ৪টা) মাঠ- নেলসন
৩১ ডিসেম্বর, শনিবার- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ৩য় ওয়ানডে (ভোর ৪টা) মাঠ- নেলসন

টি-টুয়েন্টি সিরিজ
৩ জানুয়ারি, মঙ্গলবার- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ১ম টি-টুয়েন্টি (সকাল ৮টা) মাঠ- নেপিয়ার
৬ জানুয়ারি, রবিবার- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ২য় টি-টুয়েন্টি (সকাল ৮টা) মাঠ- মাউন্ট মাউঙ্গানুই।
৮ জানুয়ারি, মঙ্গলবার- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ৩য় টি-টুয়েন্টি (সকাল ৮টা) মাঠ- মাউন্ট মাউঙ্গানুই

টেস্ট সিরিজ
১২ জানুয়ারি- ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার-মঙ্গলবার)- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ১ম টেস্ট (ভোর ৪.৩০) মাঠ- ওয়েলিংটন।
২০ জানুয়ারি- ২৪ জানুয়ারি (শুক্রবার-সোমবার)- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ২য় টেস্ট (ভোর ৪.৩০) মাঠ- ক্রাইস্টচার্চ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top