সকল মেনু

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি : তদন্ত কমিটি

biman-bd_47477হটনিউজ২৪বিডি.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করার প্রেক্ষিতে তদন্ত কমিটি ঘোষণা করেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।

চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, পানি সম্মেলনে যোগ দিতে রবিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারিয়ে বিমানটি হাঙ্গেরির পথে রওনা হয়। বিজি ০০১ ফ্লাইটকে ভিভিআইপি ফ্লাইটের ব্যাকআপ কাভারেজ দেয়ার জন্য তাৎক্ষণিকভাবে সেখানে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ বিমানের এই বোয়িং ৭৭৭ ফ্লাইটটি প্রধানমন্ত্রীকে নিয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ১১টায় বুদাপেস্ট পৌঁছায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top