সকল মেনু

বিবিসি ওয়ার্ল্ডে চালু হলো আরো ১১টি ভাষা

bbcworld_45387আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : ভারতে প্রচলিত গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু এবং আফ্রিকায় প্রচলিত আফান ওরোমো, আমহারিক, ইগবো, কোরিয়ান ও পিজিন ভাষাসহ ব্রিটিশ গণমাধ্যম-বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কার্যক্রম বর্ধিতকরণের অংশ হিসেবে আরো ১১টি নতুন ভাষা বিভাগ চালু করার ঘোষণা দিয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, নতুন ভাষা বিভাগগুলোর প্রথম কয়েকটি ২০১৭ সালেই চালু হবে।

জানা গেছে, নতুন ভাষাগুলো মিলিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ইংরেজিসহ মোট ভাষা বিভাগের সংখ্যা দাঁড়াবে ৪০ টিতে। আর ১৯৪০ সালের পর এটিই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সবচেয়ে বড় সম্প্রসারণ। গতবছর যুক্তরাজ্য সরকার বিবিসির তহবিল বাড়ানোর ঘোষণা দেয়ার ফলে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এই নতুন ভাষা বিভাগগুলো চালুর ঘোষণা দেয়া হয়। এটি বিবিসির জন্য একটি ঐতিহাসিক দিন এবং ১৯৪০ সালের পর এটিই বিবিসির সবচেয়ে বড় সম্প্রসারণ বলে জানিয়েছেন, বিবিসির মহাপরিচালক টনি হল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top