সকল মেনু

আরও প্রশস্থ হচ্ছে ময়মনসিংহ-জয়দেবপুর চারলেন

4fea3db360844326c38913f400d7e305-5827e2a7bb156হটনিউজ২৪বিডি.কম : ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক আরও প্রশস্থ করার উদ্যোগ নিয়েছে সরকার। ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত মোট ৮৭ কিলোমিটার মহাসড়কে ধীরগতির যানের জন্য পৃথক লেন নির্মাণ করা হবে। অর্থাৎ চারলেন সড়কের দুপাশে ৯ ফুট করে আরও ১৮ ফুট সড়ক প্রশস্থ করা হবে। গাজীপুর জেলা ও কৃষিজাত পণ্যের ভান্ডার বৃহত্তর ময়মনসিংহ জেলার জনসাধারনের কথা চিন্তা করে ও সড়ক দূর্ঘটনা এড়াতেই এ উদ্যোগ নিচ্ছে সরকার।

সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান  প্রকৌশলী শাহাবুদ্দিন খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এ সড়ক প্রশস্থ করার পরিকল্পনা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনা এড়ানোর জন্য বিদ্যমান সড়কের চেয়ে একটু নিচু পৃথক এই লেন নির্মাণ করা হবে। যাতে মূল সড়কে স্বল্পগতির যানগুলো না উঠতে পারে। স্বল্প গতির যানের জন্য ১৮ ফুট সড়ক প্রসস্থের সম্ভাব্যতা যাচাইয়ে ফিজিবিলিটি স্ট্যাডির জন্য এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। ফিজিবিলিটি স্ট্যাডি শেষে ডিজাইন ও নকশাসহ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা করা হবে। এরপর তা প্রিএকনেক সভায় উঠবে এবং জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ কমিটি (একনেক) সভায় পাস হওয়ার পর কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘এ উদ্যোগের ফলে ক্ষুদ্র আয়ের লোকরা বেশি উপকৃত হবেন। এতে দুর্ঘটনা কমে যাবে।’

জানা যায়, মহাসড়কের পাশ দিয়ে ৯ ফুট করে ১৮ ফুট সড়ক প্রশস্থ করলে অধিকাংশ বাজারগুলোতে জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া পুরো সড়কে বিদ্যমান সওজ’র জায়গাতেই প্রশস্থ করা যাবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক হাজার ৮১৫ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত জয়দেবপুর-ময়মনসিংহ ৮৭ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যরে মহাসড়কটি গত ২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কটিতে ১৫৫টি কালভার্ট, ৫টি নতুন সেতু, ১টি ফ্লাইওভার, ১টি রেলওভার পাস ও পথচারীদের নিরাপদ সড়ক পারাপারের লক্ষ্যে ৪টি স্টিল ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।

ময়মনসিংহ-জয়দেবপুর প্রকল্পটি বাস্তবায়নের আগে ঢাকা থেকে ময়মনসিংহ যাতায়াত করতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগতো। এখন ভ্রমণ সময় অর্ধেকে নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top