সকল মেনু

ইউপি চেয়ারম্যানের হাতে স্কুলশিক্ষক লাঞ্ছিতের অভিযোগ

72ca3039bb64aea2f01cd4a3ef68385aহটনিউজ২৪বিডি.কম : ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল সিকদারের বিরুদ্ধে এই অভিযোগ। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে সূত্র জানায়।

এ ঘটনায় আলতাফ হোসেন মঙ্গলবার রাতে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বুধবার বিকাল পর্যন্ত পুলিশ অভিযোগটি নথিভূক্ত করেনি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ানের শূণ্য পদে গত ২৩ অক্টোবর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক পদে তিন জন ও লাইব্রেরিয়ান পদে মোট সাত জন লিখিত ও মৌখিক পরীক্ষা দেন। লাইব্রেরিয়ান পদে চেয়ারম্যান কামাল সিকদারের প্রার্থী মানিক সিকদারের কন্যা খাদিজা বেগম পরীক্ষায় অকৃতকার্য হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার সহযোগীরা বিদ্যালয়ে এসে আলতাফ হোসেনকে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামাল সিকদার জানায়, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে অনিয়মের বিষয়ে আমার কাছে কয়েকজন শিক্ষক ও কমিটির সদস্য অভিযোগ করেছে। আমি বিষয়টি জানতে স্কুলে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করে। এসময় অভিযোগকারী কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক আলতাফের বাকবিতণ্ডা হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top