সকল মেনু

কষ্টার্জিত জয়ে শীর্ষে রিয়াল

real-home_40596খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও রক্ষণের দুর্বলতায় ও একের পর এক সুযোগ হারানোয় পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে বদলি নামা আলভারো মোরাতার শেষ দিকের গোলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সেভিয়াকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে স্পেনের সফলতম দলটি।

রবিবার রাতে শুরুতেই গোল পেয়ে যায়। মার্সেলোর লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়া ইসকো সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার এনরিক সাবোরিতের ভুলের সুযোগে বল বাড়ান ফাঁকায় থাকা বেনজেমাকে। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিলবাওয়ের বিপক্ষে বেনজেমার এটা সপ্তম গোল। লিগে কোনো এক দলের বিপক্ষে গোল করার হিসেবে এই ফরাসি স্ট্রাইকারের যা দ্বিতীয় সর্বোচ্চ; সবচেয়ে বেশি ৯টি গোল করেছেন গ্রানাদার জালে। ২৭তম মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। ডান দিক থেকে সতীর্থের ক্রস ডি-বক্সের মধ্যে হাভিয়ের এরাসো প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে বিপদমুক্ত করার সুযোগ পায় পেপে ও দানি কারবাহাল। কিন্তু তাদের দুর্বলতার সুযোগে স্প্যানিশ মিডফিল্ডার এরাসো পাস দেন অরক্ষিত সাবিনকে; কোনো ভুল করেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন রোনালদো। গোল মুখে গিয়ে বেনজেমা কিংবা বেলকে পাস দিবেন না গোলে শট নেবেন- সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন। নি:স্বার্থ হতে পারেননি; শেষ মুহূর্তে গোলরক্ষক বরাবর শট মেরে ভালো একটা সুযোগ নষ্ট করেন নিজেকে খুঁজে ফেরা এই পর্তুগিজ তারকা।
কষ্টার্জিত জয়ে শীর্ষে রিয়াল

চোখে-মুখে ফুটে ওঠে হতাশা; ৩৮ দিন আগে সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ গোল করেছিলেন তিনি। ম্যাচের শুরুর দিকেও একবার বেনজেমা-বেলকে পাস না দিয়ে দূরপাল্লার শট নিয়ে সুযোগ নষ্ট করেন রোনালদো।
গোল পেতে মরিয়া রিয়াল ৫২তম মিনিটে রক্ষণের ভুলে উল্টো পিছিয়ে পড়তে বসেছিল। তবে ডি-বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে স্প্যানিশ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের নেয়া জোরালো শট ক্রসবার ঘেঁষে চলে গেলে বেঁচে যায় স্বাগতিকরা।

৬৪তম মিনিটে টনি ক্রুসের ক্রস ৬ গজ বক্সের সামনে পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন রোনালদো। খানিক পর বেনজেমার ফ্লিক গোল করার মতো পজিশনে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট করেন তিনি। ৭৭তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ বেল।

৮৩তম মিনিটে জয়সূচক গোলটি পায় রিয়াল। বাঁ দিক থেকে বেলের ক্রস ডি-বক্সে পেয়ে মোরাতার প্রথম শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি শটে বল জালে পাঠান কিছুক্ষণ আগেই বদলি নামা এই স্প্যানিশ স্ট্রাইকার।

নবম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারানো সেভিয়া ২০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top