সকল মেনু

আজ বিশ্ব হাত ধোওয়া দিবস

hat-dowa_38882হটনিউজ ডেস্ক: আজ শনিবার এবারের বিশ্ব হাত ধোওয়া দিবস। প্রত্যেক বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশে আজ ‘বিশ্ব হাত ধোওয়া দিবস- ২০১৬’ পালন করা হবে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোওয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষদের অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোওয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে। দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ সরকার সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের করবে। এছাড়া সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি প্রধান অতিথি থাকবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top