সকল মেনু

জম্মু কাশ্মীরে বারামুল্লা সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ৩

52_36885হটনিউজ ডেস্ক :  জম্মু কাশ্মীরে আবারও জঙ্গিদের নিশানায় সেনা ক্যাম্প ৷ উরির পর এবার জম্মু কাশ্মীরের বারামুল্লায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালিয়েছে ৭ জনের একটি জঙ্গি দল৷ সেনা ক্যাম্পে ঢুকতে গেলে দুই জঙ্গিকে নিহত করেছে সেনাবাহিনী৷ এদিকে জঙ্গিদের গুলিতে এক সীমান্তরক্ষীর মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত আরও এক৷ অন্যদিকে কাশ্মীরের আখনুরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ পাল্টা জবাব দেয় বিএসএফ৷

জানা গেছে, রবিবার রাত প্রায় সাড়ে দশটার দিকে কাশ্মীরের বারামুল্লা জেলার রাষ্ট্রীয় রাইফেলের প্রধান কার্যালয়ে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা৷ দুটি দলে ভাগ হয়ে হামলার পরিকল্পনা করে৷ তবে তাদের সেই পরিকল্পনা বানচাল করে দেয় ভারতীয় জওয়ানরা৷ সেনা ক্যাম্পের গেটের সামনেই দুই জঙ্গি গুলিতে নিহত হয়৷ ফলে সেনা ক্যাম্পে ঢুকতে পারেনি কেউই৷ এদিকে জঙ্গিদের ছোড়া গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত আরও এক৷ ঘটনার পরেই এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়৷ হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে৷ নিরাপত্তারক্ষীদের পাশাপাশি এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে ভারতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে৷

জঙ্গিরা যখন সেনা ক্যাম্পে হামলা চালাচ্ছে তখন আখনুরে সীমান্তের ওপার থেকে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে পাকিস্তান রেঞ্জার্স৷ এপার থেকে পাল্টা জবাব দেয় বিএসএফ৷ দীর্ঘ সময় ধরে দু পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে টেলিফোনে দফায় দফায় কথা বলেন বিএসএফ-এর আধিকারিকরা৷ সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনীদের গোটা বিষয়টিকে কঠোরভাবে নজর রাখতে নির্দেশ দেন রাজনাথ৷

উল্লেখ্য, গত বুধবার রাতে উরির বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অপারেশন চালায় ভারতীয় সেনাবাহিনী৷ লাইন অফ কন্ট্রোলের ওপারে গিয়ে সাতটি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে সফল অপারেশন করে ভারতে ফিরে আসে ভারতের সেনা জওয়ানরা৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top