সকল মেনু

খানসামায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে র্য্যালী আলোচনা

unnamedফারুক আহম্মেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০১৬ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কাচিনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫নং ভাবকি ইউপির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানা ইনচার্জ অফিসার মোঃ আব্দুল মতিন প্রধান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমুল হক,মহিলা বিষয়ক অফিসার মোঃ ওবাইদুর রহমান,খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার,সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,কাচিনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন,কাচিনিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি , কাচিনিয়া স্কুল এন্ড কলেজ,কাচিনিয়া বালিকা বিদ্যালয় ও কুমড়িয়া বহুমুখী স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দসহ সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা কন্যা শিশুদের বাল্যবিবাহের বন্ধ ও তাদের শিক্ষার মান বৃদ্ধির ওপর বক্তব্য প্রদান করেন। ও সব শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী দের পুরুষ্কৃত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top