সকল মেনু

ছাতকে সন্তান চুরির অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

unnamedচান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):  সুনামগঞ্জের ছাতকে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সন্তান চুরির দায়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয় ব্রাহ্মণগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।  জানা যায়, ছাতক সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও নিবাসী মৃত আব্দুর রহমানের মেয়ে ঝর্না বেগম (৩২)কে একই গ্রামের আরব আলীর পুত্র হারিছ আলীর (৩৫) সাথে দু’বছর পূর্বে ২য় বিয়ে হয়। এখন ইসমাইল নামে তাদের ঔরসজাত একবছরের একটি পুত্র সন্তান রয়েছে। প্রথম স্ত্রী তাছলিমা বেগম তাছলি (৩৫) ও ঝর্না বেগমসহ দু’জনই স্বামীর সংসার করছেন। কিন্তু বিয়ের একবছর পর থেকে স্বামী হারিছ আলীও সতীন তাছলির অত্যাচার-নির্যাতন শুরু হয়। একপর্যায়ে প্রায় ৬মাস আগে সতীনের পিত্রালয় ঢাকায় নিয়ে যায় ঝর্নাকে। সেখানেও তার উপর অমানুষিক নির্যাতন করলে একমাস আগে স্বামী সতীনকে ঢাকায় রেখেই ঝর্না চলে আসে ব্রাহ্মণগাঁওস্থ শ্বাশুড়ালয়ে। এখানে সে পাথর শ্রমিকের কাজ করে জীবিকা চালায়। গত ২২সেপ্টেম্বর ভোর রাতে ঘুমন্ত ঝর্নার কোল থেকে স্বামী হারিছ আলীও সতীন তাছলি মিলে ঝর্নার শিশু সন্তান ইসমাইলকে চুরি করে নিয়ে যায়। রাস্তায় শিশুর কান্নার শব্দে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিলে শিশুটি রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। এব্যাপারে ঝর্না বেগম বাদি হয়ে স্বামীও সতীনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top