সকল মেনু

হজ পালন করলেন সৌদি আরবে ব্রিটেনের রাষ্ট্রদূত ইসলাম গ্রহণের পর

_91207503_simon1 হটনিউজ ডেস্ক: ব্রিটিশ রাষ্ট্রদূত সাইন কলিস এবং তার স্ত্রী হুদা মুজারকেশ ইসলাম ধর্ম গ্রহণ করার পর সৌদি আরবে ব্রিটেনের রাষ্ট্রদূত সাইমন কলিস হজব্রত পালন করেছেন।

৬০-বছর বয়সী মি. কলিসই প্রথম কোন ব্রিটিশ দূত যিনি হজ করলেন।

তার স্ত্রী হুদা মুজারকেশও তার সাথে হজ পালন করেছেন।

হজের প্রচলিত সাদা পোশাক পরা মি. কলিসের বেশ কিছু ছবিও ছাপা হয়েছে।

সৌদি আরবের একজন লেখক ও নারী আন্দোলনকারী ফওজিয়া আলবাকার তার টুইটার অ্যাকাউন্টে এই ছবিগুলো পোস্ট করেন।

এক টুইটবার্তায় তিনি লেখেন: “সৌদি আরবে প্রথম ব্রিটিশ দূত ইসলাম গ্রহণের পর হজ পালন করছেন। ছবিতে তাকে তার স্ত্রীর সাথে মক্কায় দেখা যাচ্ছে। আল্লাহু আকবর।“

 

 

 

_91207511_simon3
আরো দেখুন:

ভারতে ১২০০০ শিশুর ডিভোর্স: আদম শুমারি

বাংলাদেশীদের ভিসা বন্ধের সিদ্ধান্ত পাল্টাচ্ছে শ্রীলংকা

এরপর অনেকেই ব্রিটিশ দূতকে অভিনন্দন জানাতে শুরু করেন।
সাইমন কলিস, মক্কায় কাবা শরীফে
একজন সৌদি রাজকন্যা বিনমাহ্ বিনতে সৌদ টুইট করেন: “রাষ্ট্রদূত এবং তার স্ত্রীর প্রতি রাইল বিশেষ অভিনন্দন।“

এরপর মি. কলিসও টুইটারে সবাইকে ধন্যবাদ জানান।

তিনি লেখেন, তার স্ত্রীকে বিবাহের কিছুদিন আগে তিনি ইসলাম গ্রহণ করেন।

মি. কলিস ২০১৫ সাল থেকে সৌদি আরবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ইরাক, সিরিয়া এবং কাতারেও রাষ্ট্রদূত ছিলেন।

নিরাপত্তা ঝুঁকির জন্য ২০১২ সালে তাকে সিরিয়া থেকে প্রত্যাহার করা হয়।

তিনি সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারের কঠোর সমালোচনা করেছিলেন।

পাশাপাশি তিনি তিউনিস, নয়া দিল্লি এবং আম্মানেও কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top