সকল মেনু

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নেওরা বাজারে আবদুল গণি (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল গণি জেলার কোতোয়ালি থানার মোস্তফাপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার নেওরা বাজারের মুদি মালের ব্যবসায়ী আবদুল গণি চাঁদ রাতে কেনা-বেচার পর দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মরদেহ দোকানের ভেতরে রেখে পালিয়ে যায়।

সকালে ওই ব্যবসায়ী বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে এসে দোকানে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর দক্ষিণ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top