সকল মেনু

মালিকের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী  

টাম্পাকো ফয়লসে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় মালিকের গাফিলতি থাকলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিকালে গাজীপুরের টঙ্গীতে প্যাকেজিং কারখানাটি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন এই কারখানাটিতে ভোরে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তখন সেখানে রাতের শিফটের কাজ চলছিল। তবে কত জন সেখানে ছিল এবং তাদের কতজন নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন সেটা স্পষ্ট নয়।

দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হলেও কারখানা মালিক মকবুল হোসেন একটিবারের জন্যও ঘটনাস্থলে যাননি। কেবল তিনি নয়, মালিকপক্ষের ঊর্ধ্বতন কোন কর্মকর্তাই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেননি। স্থানীয় প্রশাসন চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

বিকালে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘কারখানার মালিক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত না করেই এই ধরনের ইন্ডাস্ট্রি করা ঠিক হয়নি তার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ প্রধান পরিদর্শন করে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী যান ঘটনাস্থলে। তিনি বলেন, ‘কারখানা মালিকের যদি গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধ কঠিন আইনি ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় নিয়মিত মামলা হবে, তদন্তের পর কী কী ধারা দেয়া যায়, তা দেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘যারা কেমিক্যাল রাখেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল বিশেষ ব্যবস্থায় রাখার জন্য। যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। আগে থেকেই তাদের বলা হয়েছিলো কেমিক্যালগুলো বিশেষ ব্যবস্থায় রাখার জন্য। কিন্তু সেই নির্দেশ এই কারখানায় মানা হয়নি ‘

সরকার নিহত শ্রমিকদের স্বজন এবং আহতদের পাশে থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানকার এমপি জাদিহ আহসান রাসেলের পিতা আহসানউল্লাহ মাস্টার শ্রমিক নেতা ছিলেন। তার ছেলেও শ্রমিকদের পাশে থাকবেন।’

মন্ত্রী বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এখানকার শিল্প পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top