সকল মেনু

টঙ্গীতে আহত ১৫ জন ঢাকা মেডিকেলে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। ছবি: জাহিদুল করিম

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অগ্নিদগ্ধ অন্তত তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের শরীরের অন্তত ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আহতদের হাসপাতালের বিভিন্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা নাজনীন প্রথম আলোকে বলেন, টঙ্গীর ওই কারখানার বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে মোট ২২ জনকে আনা হয়। এদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত একজন। ছবি: জাহিদুল করিমআজ শনিবার সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে ফয়েল পেপার ও কেমিক্যাল জাতীয় দ্রব্য প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। আহত হয়েছে অর্ধশতাধিক। আগুনে পাঁচতলা ভবনটির ওপরের তিনতলার অনেকটাই ধসে গেছে। ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিরা। ছবি: জাহিদুল করিমঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ওহিদুজ্জামান (৪০), দেলওয়ার হোসেন (৩৫), আনোয়ার হোসেন (২৫)। নিহতদের মধ্যে একজন নারীও আছেন। যার পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পর আহতদের কয়েকজনের পরিবারের স্বজনেরা ঢাকা মেডিকেলে এসেছেন। বার্ন ইউনিটের সামনে দিলীপ নামে এক অগ্নিদগ্ধ কর্মীর স্বজনদের কাঁদতে দেখা গেছে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top