সকল মেনু

জমে উঠেছে গাবতলী পশুর হাট

জমে উঠেছে গাবতলী পশুর হাট

ফাইল ছবি
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠছে দেশের সবচেয়ে বড় গরুর হাট ও বাস টার্মিনাল গাবতলী। ঘরে ফেরা ও পশু কেনাবেচার জন্য এখানে জড়ো হচ্ছে লাখো মানুষ। নিজেদের প্রয়োজনে করছেন কেনাকাটাও। এগুলোর জোগান দিতে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ব্যস্ত হয়ে উঠেছে। এ ছাড়া গড়ে উঠেছে খণ্ডকালীন ব্যবসা। এসব মিলিয়ে গাবতলীর বহুমুখী ব্যবসা-বাণিজ্য এখন দারুণ চাঙ্গা।
শুক্রবার রাজধানীর বৃহত্তম পশুর হাট গাবতলীতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। গাবতলী হাটে এবার দেশি গরু বেশি। দামও বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে ব্যাপারি, হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন পর্যন্ত গরুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
গাবতলীর পশুর হাট গতকাল পর্যন্ত জমে না উঠলেও ব্যাপারিরা জানিয়েছেন আজ পুরোপুরি জমে উঠেছে এই হাট। সকাল থেকে মোটামুটি কেনাবেচা শুরু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top