সকল মেনু

বাংলাদেশ সফরে না এলে শাস্তি হতে পারে মর্গ্যান-কুকদের

বাংলাদেশ সফরে না এলে শাস্তি হতে পারে মর্গ্যান-কুকদের

অনলাইন ডেস্ক ॥ ভারত এবং বাংলাদেশ সফরের জন্য একই দল চাইছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস। দলের নিয়মিত সব ক্রিকেটার বাংলাদেশ সফর করবে, এমনটাই আশা করছেন ইংল্যান্ড কোচ। আর মর্গ্যান-কুকরা যদি বাংলাদেশে খেলতে রাজি না হন? হুশিয়ারি দিয়ে বেইলিস বলেছেন, “বাংলাদেশে না আসলে কপাল পুড়বে অনেকেরই।”

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকেই সরাসরি ভারতে উড়ে যাবে ব্রিটিশ ক্রিকেটাররা। আর কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়াই সেখানে খেলবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে। তাই নিয়মিত পারফর্মাররা বাংলাদেশে না এলে দল গড়তে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন ইংল্যান্ড কোচ।

ক্রিকইনফোকে বেইলিস বলেন, “দুটি সফরের মাঝে কোন ফাঁক নেই। প্রথমে একটা দল বেছে নিয়ে, সঙ্গে সঙ্গেই আরেকটা দল গড়া একটু কঠিনই হবে। এটা মূলত নির্ভর করবে, কে যেতে চায় আর কে চায় না তার উপর। আমি চাই দু’টি সফরের জন্য একটা দল হয়েই আমরা বাংলাদেশ যাই।”

এরই মধ্যে অবশ্য বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন মইন আলি ও জনি বেয়ারস্টো। টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুকও সফরে দলকে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন। ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গ্যান-সহ যাঁরা দ্বিধায় ভুগছেন, তাঁদের সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রস।

ইংল্যান্ডে প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক স্ট্রস খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন, জায়গা ছেড়ে দিলে ফেরার কোনও নিশ্চয়তা নেই।

অনিশ্চয়তায় থাকা ক্রিকেটারদের জন্য জায়গা ধরে রাখার কথা মনে করিয়ে দিয়েছেন স্ট্রস, “কেউ যদি চোটে পড়ে তা হলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে দলে তার জায়গা হারায়, এটা ঠিক তেমন ব্যাপার। আর সে ক্ষেত্রে কেউ যদি সত্যিই ভাল করে ফেলে তা হলে তার রেখে যাওয়া জায়গার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না।”

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার, অ্যালেক্স হেলস ও পেসার লিয়াম প্লাঙ্কেট।

তবে বেইলিস আশাবাদী বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে থাকবে সবাই। পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে যাবে ইংল্যান্ড।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে দুটি দল। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top