সকল মেনু

খানসামায় সীমাহীন বিদ্যুৎ লোডশেডিং

unnamedফারুক আহম্মেদ ,খানসামা প্রতিনিধিঃ দিনাজপু­রের খানসামা উপজেলায় পল্লী বিদ্যুৎ এর লোডশেটিং এতটাই চরমে যা সাধারন মানুষের পক্ষে মেনে নেওয়াটা অসাভাবিক | সাধারণ এলাকাবাসীর অভিযোগ রাত দিন ২৪ ঘন্টার মধ্যে ৭ থেকে ৮ বার লোডশেটিং দেয় আমাদের এই খানসামা এলাকায় | আর এক একবার লোডশেটিং দিয়ে থাকে ২ থেকে ৩ ঘন্টার উপরে | এ ব্যাপারে পাকেরহাট বাজারের ব্যবসায়ী মোঃ হোসেন জানান, আমাদের খানসামা উপজেলা এলাকা প্রতন্ত্য একটি জন বহুল ও ব্যবসায়ী মূখী এলাকা অথচ এখানে বিদ্যুৎ থাকে না বললেই চলে | তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, এখানে যেভাবে বিদ্যুৎ এ লোডশেটিং দিয়ে থাকে আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও এমন লোডশেটিং দেওয়া হয় না। এখন গরমের যে অবস্থা বিশেষ করে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ সময়ে বিদ্যুৎ এ লোডশেটিং এতই বেশি দিয়ে থাকে এভাবে লোডশেটিং চলতে থাকলে সাধারণ মানুষ অতিষ্ট্য ও ক্ষিপ্ত হয়ে যে কোন সময় রানীরবন্দর বিদ্যুৎ অফিস ঘেরাও করতে পারে। অপর দিক লোডশেটিং এর কারণে ছেলে, মেয়েদের লেখা-পড়ার বেঘাত ঘটছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যে সময়টা হচ্ছে পড়া-শোনা উপযুক্ত সময় সেই সময়ে আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে না। উল্লেখ্য, কয়েক বছর আগে খানসামায় এই লোডশেটিং এর কারণে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়েছিলো। এ ব্যাপারে জোনাল পল্লী বিদ্যুৎ শাখার দায়িক্তরত এক নাম প্রকাশে অইচ্ছুক কর্মচারী সাথে মুঠো ফোনে জানাতে চাইলে তিনি জানান, এই লোডশেটিং এর ব্যাপারে আমাদের কিছুই করনীয় নাই এটা সম্পুর্ণ নিয়ন্ত্রন করে দিনাজপুর অফিস। এলাকাবাসী যথাযথ ভাবে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top