সকল মেনু

কমিউনিটি পুলিশিং ও জঙ্গি বিরোধী সমাবেশ

unnamed হটনিউজ ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ১১.০০ ঘটিকায় আরম্ভ হয়ে ০১.৩০ ঘটিকায় শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম। সমাবেশে রাজশাহী মহানগরীর ০৪ টি থানার ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এর মধ্যে সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব এম খুরশিদ হোসেন, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগরীর আওয়ামীলীগের সভাপতি জনাব এ এইচ এম খায়রুজাম্মান লিটন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল খালেক প্রমুখ উল্লেখযোগ্য। বিভিন্ন ওয়ার্ড থেকে কমিউনিটি পুলিশিং এর কমিটিরা ব্যানার নিয়ে উৎসবের আমেজ নিয়ে সমাবেশে যোগদান করেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে বক্তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং দেশ থেকে জঙ্গি দমনে সবাই ঐক্যমত পোষন করেন। আইজিপি তার বক্তব্যে সমাজে অপরাধ দমনে ও পুলিশ জনতার সুসম্পর্ক গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে নিরসন করা যায়। জঙ্গি দমনে পুলিশের ভূমিকা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। জঙ্গি দমনে সমাজের সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান। রাজশাহী মহানগরীতে বিট পুলিশিং এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। উল্লেখ্য যে, ১৯৯২ সালের পহেলা জুলাই থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম আরম্ভ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top