সকল মেনু

স্ট্রোক প্রতিরোধ করবে অ্যাপ

স্ট্রোক আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধে সহায়তা করার নতুন এক অ্যাপ তৈরি করেছেন প্রযুক্তিবিদরা।

নতুন এ স্মার্টফোন অ্যাপ নিখুঁতভাবে স্ট্রোকের অন্যতম কারণ ‘আট্রিয়াল ফিবরিলেশন’ চিহ্নিত করতে পারবে।

ফোনের নিজস্ব অ্যাক্সেলেরোমিটার এবং গাইরোস্কোপ ব্যবহার করে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে।

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব টুর্কুর বিশেষজ্ঞ টেরো কোইভিস্তো জানান, আট্রিয়াল ফিবরিলেশন স্বাস্থ্যের এক মারাত্মক বিপজ্জনক অবস্থা। বিশ্বের ২ শতাংশ মানুষের মধ্যে এ অবস্থা বিরাজ করে। আর প্রতিবছর গোটা বিশ্বে ৭০ লাখ স্ট্রোকের কারণ হয়ে ওঠে এই বিশেষ অবস্থা।

আট্রিয়াল ফিবরিলেশন বিষয়ে আঁচ করতে পারলেই প্রায় ৭০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। তবে প্রচলিত নিয়মে তা শনাক্ত করতে গেলে দীর্ঘসূত্রিতা রয়েছে।

তবে নতুন স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বাড়তি যন্ত্রপাতি ছাড়াই আট্রিয়াল ফিবরিলেশন চিহ্নিত করা সম্ভব।

এক্ষেত্রে একটি স্মার্টফোন রোগীর বুকে রাখা হয়। এ সময় ফোনের অ্যাক্সেলেরোমিটার এবং গাইরোস্কোপের রিডিং নেয়া হয়। রিডিং থেকে যে তথ্য পাওয়া যায়, তা সিগনাল প্রসেসিং মেথডের মাধ্যমে বিশ্লেষণ করা হয়।

এই বিশ্লেষিত তথ্য থেকে অটোকোররিলেশন এবং স্পেকট্রাল এন্ট্রোপি সংক্রান্ত তথ্য আলাদা করা হয়। অবশেষে মেশিন থেকে পাওয়া অ্যালগোরিদম (কেএসভিএম) ব্যবহার করে শনাক্ত করা হয় রোগীর আট্রিয়াল ফিবরিলেশন রয়েছে কিনা।

এই পদ্ধতিতে পাওয়া ৯৫ শতাংশ তথ্য সঠিক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top