সকল মেনু

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

pm-office1_30970হটনিউজ২৪বিডি.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, জাতির জনকের দেখানো পথেই উন্নতির দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। যে কোন মূল্যে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড়। জাতিকে যত বেশি শিক্ষিত করা যাবে ততই জাতি উন্নত হবে। শোকাবহ আগষ্টের শেষ দিনে আজ বুধবার বিকেরে রাজধানীর খামাবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট তারাই ঘটিয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এরপর থেকে শুরু হয় বাংলাদেশের ইতিহাস বিকৃতি। এখন আমাদের একটা প্রজন্ম ইতিহাসের তেমন কিছু জানে না। ‘৭৫ সাল থেকে ‘৯১ সাল পর্যন্ত ইতিহাস বিকৃত করা হয়েছে। তখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দেওয়া হতো না। সেসময় ছাত্রলীগ নেতা চুন্নু জীবন দিয়েছিলেন ৭ মার্চের ভাষণ বাজানোর কারণে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top