সকল মেনু

পদ্মায় পানি বৃদ্ধিতে ফরিদপুর শহর রক্ষা বাঁধে ধ্বস

4385_frp ফরিদপুর প্রতিনিধি: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড  স্রোতে ফরিদপুরে শহর রক্ষা বাঁধের ৫০ মিটার সিসি ব্লক নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

রোববার গভীর রাতে হঠাৎ করেই ফরিদপুর শহরের টেপুরাকান্দি এলাকায় সিসি ব্লক দিয়ে তৈরী শহর রক্ষা বাঁধের এ অংশ। শহর রক্ষা বাঁধ ধ্বসে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে নদী পাড়ের বাসিন্দারা। যে কোনো সময় বিলীন হতে পারে নদী পাড়ের বাড়ি ঘর ও ফসলী জমি।

কয়েকদিন আগে থেকেই বন্যার পানি কমতে শুরু করলেও ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় হঠাৎ করেই পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করে। আর এতে নদী পাড়ের বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। বাড়ি ঘর ও ফসলী জমি রক্ষায় ভাঙ্গণ অংশে দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top