সকল মেনু

কুড়িগ্রামে অবস্থান ধর্মঘট

 unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবানে কুড়িগ্রামে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সুন্দরবন ধ্বংসের আয়োজন, রুখে দাঁড়াও জনগন” এই শ্লোগান কে সামনে রেখে আজ শনিবার দুপুরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ সিপিবি বাসদ সহ প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ অংশ গ্রহন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা কমিটির সদস্য আক্তারুল ইসলাম রাজু, বাংলদেশের সামাজতান্ত্রিক দল বাসদ জেলা কমিটির সদস্য সচিব ফুলবর রহমান, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভূ-প্রাকৃতিক লীলাভূমি সুন্দরবন রক্ষা এবং সুন্দরবনে অবস্থিত বিশ্বসেরা জীববৈচিত্র ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য রামপালের বিদ্যুৎ কেন্দ্রে নির্মানের সিদ্ধান্ত থেকে সরকারকে পিছিয়ে আসার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top