সকল মেনু

ছাতকে এসএমই উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় সভা

unnamedচান মিয়া ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে এসএমই উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় সভা ও প্রকাশ্যে ঋন বিতরন করা হয়েছে। শনিবার শহরের রওশন কমপ্লেক্সে সোনলী ব্যাংক সিলেট জোনের ম্যানেজার কানিজ ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও সোনালী ব্যাংক সিলেট জোনের এজিএম মূসা খানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এসএমই এসডিপি স্বপন কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, এবি ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার (ইপিবি এন্ড বিজনেস হেড) সৈয়দ মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের সিলেট জোনের এসভিপি জোনাল হেড ব্যবস্থাপক ফরিদ আহমদ, জনতা ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক নাজির উদ্দিন, ফাষ্ট সিকিরিউরিটি ইসলামী ব্যাংক সিলেট জোনের ব্যবস্থাপক কাজি মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডিজিএম হারুন অর রশিদ। সভায় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ঢাকার উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা প্রধান কার্যালয়ের এসএমই বিভাগের ব্যবস্থাপক সন্তেুাষ চন্দ্র সরকার, উত্তরা ব্যাংকের সিলেট জোনাল হেড রুকুনুজ্জামান, অগ্রনী ব্যাংকের সিলেট অ ল প্রধান আব্দুল আলিম, সিটি ব্যাং ঢাকা প্রধান কার্যালয়ের ব্রা  ম্যানেজার হুমায়ূন কবির, কর্মসংস্থান ব্যাংক সিলেট আ লিক ব্যবস্থাপক খায়রুল হাসান শেখ, ন্যাশনাল ব্যাংক সিলেট আ লিক কার্যালয়ের হেড লুৎফুর রহমান, রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় প্রধান আব্দুল মতিন, পূবালী ব্যাংক সিলেট বিভাগীয় প্রদান এএস সিরাজুল হক চ্যেধুরী, কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় ব্যবস্থাপক মুহাম্মদ ইউছুফ, এবি ব্যাংক সিলেট তাজপুর শাখার ব্যবস্থাপক এসএম সাজ্জাদ আহমদ, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীন মোল্লাসহ এবি ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, ইসলামী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন। সভার শুরুতে এবি ব্যাংক ছাতক শাখার এভিপি সাদিকুর রহমান। গীতা পাঠ করেন অগ্রনী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক বাবু গোপাল চন্দ্র বর্মণ। সভার শুরুতে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক স্বপন কুমার রায়কে ফুল দিয়ে বরণ করেন সোনালী ব্যাংক সিলেটের জিএম কানিজ ফাতেমা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামাজিক উন্নয়নের দিক দিয়ে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এসময় ছাতকের একাত্তরজন এসএমই উদ্যোক্তাদের মধ্যে ১কোটি ২০লক্ষ ৯৫হাজার টাকা ঋন প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top