সকল মেনু

গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই

1471708487_52

স্টাফ রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এ রায় দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। শনিবারের এ কর্মসূচিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখতে কমিশন গঠন করা যেতে পারে।

‘বঙ্গবন্ধু হত্যায় ‍জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হবে কি-না’- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি আইনের মামলায় অভিযুক্ত কোনো আসামি মারা গেলে তার বিচারের কোনো বিধান নেই। ফলে বঙ্গবন্ধু হত্যা ‍মামলায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়ার কোনো সুযোগ নেই। যদি তিনি দোষী হন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার জড়িত থাকার কথা যদি প্রমাণ হয়, তবে জনগণ তাকে ঘৃণার চোখেই দেখবে’।

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, যারা যারা এর নেপথ্যে ছিলেন, ইতিহাসের কারণেই কিন্তু সেটা খুঁজে বের করা দরকার। আমরা তাদের খুঁজে বের করতে কোনো কমিশন গঠন করবার কথা চিন্তা-ভাবনা করছি।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার বিষয়ে তিনি বলেন, ‘এই হত্যার বিচার কাজ শেষ পর্যায়ে আছে। আমার বিশ্বাস যে, আগামী কিছুদিনের মধ্যে এ মামলার রায় হবে’।

একুশে আগস্ট হামলা মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে শুধু বলবো, আমরা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছি’।

বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে এই ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

প্রকাশিত : ২০ আগস্ট ২০১৬, ০২:৫৪ পি. এম.

– See more at: https://www.dailyjanakantha.com/details/article/211869/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%97%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%87#sthash.hk2HY8zM.dpuf

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top