সকল মেনু

টাঙ্গাইলে এম এম আলী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Tangail-Mapমিয়া মোঃ নোমান, টাঙ্গাইল:জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীর গ্রেডিং এবং ক্রেডিট পদ্ধিতে একটি বিষয়ে উত্তীর্ন হলে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে সরকারী এম এম আলী কলেজের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সরকারী এম এম আলী কলেজ ছাত্র সংসদের ভিপি ইসতিয়াক আহম্মেদ রাজীব ও জিএস শফিউল আলম মুকুল সহ ছাত্র সংসদের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচীতে সরকারী এম এম আলী কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

সমাবেশ শেষে তাদের দাবীগুলো বাস্তবায়নের জন্য সরকারি এম.এম. আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ শাহরিয়ার হোসাইন কে সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষনা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top