সকল মেনু

৮৪৮ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ১০ শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি জানান, এবার শতভাগ পাস করেছে দেশের ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অন্যদিকে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্রছাত্রী পাস করতে পারেনি।

গতবার ১ হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। ৩৫টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল করেছিল।

এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

কলেজ বোর্ডগুলোর ফলাফলে পাসের হার ৭২.৪৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ।

শিক্ষামন্ত্রী জানান, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ।

তিনি জানান, গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৩৮২ জন বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top