সকল মেনু

বৌদ্ধদের শ্রাবণী পূর্ণিমা ১৭ আগস্ট

unnamedইলা মুৎসুদ্দী,ফ্রান্স: আগামী  কাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রাবণী পূর্ণিমা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জেলার বিহারগুলোতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরীর চট্টগ্রাম বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নব পতিত বিহার, মোমিন রোডস্থ চট্টগ্রাম সার্বজনীন বিহার, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মোগলটুলী শাক্যমুনি বিহার, চান্দগাঁও সার্বজনীন বিহার, পটিয়ার কেন্দ্রীয় বিহার, বাথুয়া জ্ঞানোদয় ও হিতসাধনী বিহার, ঊনাইপুরা লঙ্কারাম বিহার, কর্তালা বেলখাইন সদ্ধর্মলংকার বিহার, বেলখাইন শান্তি নিকেতন বিহার, মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহার, ঠেগরপুনি বুড়া গোসাইর মন্দির, ভাগার গাঁও তিরতম বিহার, লাখেরা অভয় বিহার, পাঁচরিয়া গন্ধকুটি আনোয়ারা তালসরা আনন্দারাম বিহার, তিশরী বেনুবন বিহার, রুদুয়া আনন্দ নিকেতন বিহার, চন্দনাইশ মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহার, ছত্ররণি-টুয়া পূর্ণানন্দ বিহার, পিংগলা সার্বজনীন বিহার, বরমা অভয়তিষ্য বিহার, বৈদ্যপাড়া সার্বজনীন বিহার, কধুরখীল জ্ঞানোদয় ও মারজিন বিহার, রাউজান পাহাড়তলী মহানন্দা সংঘরাজ বিহার, রাউজান আর্যমৈত্রীয় মহাপরিনির্বাণ বিহার, রাঙ্গুনীয়া পূর্ব কোদালা ধর্মাঙ্কুর বিহার, মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহার, মিরসরাই দমদমা অভয় শরণ বিহার, ফটিকছড়ি কোঠারপাড় ত্রিরত্ন বুদ্ধাংকুর বিহার, পার্বত্য জেলা রাঙ্গামাটি রাজবন বিহার, আসামশ্রী বুদ্ধাংকুর বিহার, খাগড়াছড়ি আর্যবন বিহার, বান্দরবান রাজ বিহার, কক্সবাজার রামু সীমা বিহার, রামু মৈত্রী বিহার, সাতকানিয়া ঢেমশা শাক্যমুনি বিহার, বাঁশখালী জলদী কেন্দ্রীয় বিহার, হাটহাজারী মির্জাপুর শান্তিধাম বিহারসহ সকল বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘকে পি-দান, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রদীপ পূজা, পঞ্চশীল গ্রহণ, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এদিকে ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার,  সাব্জনীন বিহার, কুশলায়ন ভাবনা কেন্দ্রে সহ বিভিন্ন বিহার গুলোতে ও অনুরূপ কম’সুচী গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top