সকল মেনু

বঙ্গবন্ধুকে নিয়ে বই ‘ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার’

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলায় প্রচুর আত্মজীবনী, কবিতা, গল্পগ্রন্থ রচিত হলেও ইংরেজি ভাষায় সেসব খুব একটা হয়নি। সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ বদরুল আহসান কিছুটা ঘোচালেন সেই অপ্রতুলতা। তরুণ বয়সে খুব কাছ থেকে দেখা বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা বিষয় নিয়ে তিনি লিখেছেন ‘শেখ মুজিবুর রহমান : ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার’ বইটি।

শনিবার বিকেলে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো বইটির প্রকাশনা অনুষ্ঠান। এ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন।

বইটির মোড়ক উন্মোচন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি বইটি যতটুকু পড়েছি, মোটামুটিভাবে বলা যায় বইটি সুখপাঠ্য। এই এতটুকু বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক আত্মজীবনী বলা নিশ্চয় বড় কৃতিত্বের বিষয়। প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ খুব সাবধানে পড়তে হয়।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, কবিতা তো আর নেহাত কম লেখা হয়নি। তবে রাজনৈতিক আত্মজীবনীমূলক গ্রন্থ বলতে আমি বদরুল আহসানের বইটির কথা বিশেষভাবে উল্লেখ করব। লেখক অল্প পরিসরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মহামানব বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে আমি এককথায় বলব এক এপিক জার্নি। গবেষণামূলক এই গ্রন্থে হয়তো তার সবটুকু প্রকাশ করা সম্ভব নয়।’ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বহুমাত্রিক, ঘটনাবহুল উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ইংরেজি ভাষায় গ্রন্থ প্রকাশের ফলে ইংরেজি ভাষাভাষী তরুণরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। দেশ-বিদেশে প্রচুর মানুষ এখন বঙ্গবন্ধুকে নিয়ে জানতে চায়।’

এই বইটি ভারতের পর এবার বাংলাদেশে প্রকাশিত হলো। দিল্লির অন্যতম প্রকাশনা সংস্থা ‘নিয়োগি বুকস’ থেকে প্রকাশিত এই বইটির বাংলাদেশে পরিবেশক ‘পাঠক সমাবেশ’। ২৮০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে এক হাজার ১৯০ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top