সকল মেনু

ট্রেনের ৩ টিটিই’র ওপর হামলা

ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের তিন টিটিই’র ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রাজশাহী থেকে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানান রেলকর্মীরা।

এতে সকাল পৌনে ৭টা পর্যন্ত সকল রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রাজশাহী রেলস্টেশনের সুপারিন্টেনডেন্ট আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাতে রাজশাহী আসার পথে ঈশ্বরদী জংশনে বিনা টিকেটে কয়েকজন যাত্রী উঠেন। এ নিয়ে তাদের সঙ্গে টিটিই’র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যাত্রীরা তিনজন টিটিইকে মারধর করে তাদের ইউটিফর্ম ছিঁড়ে ফেলে।

আহত টিটিইদের অভিযোগ, এ সময় রেল পুলিশ পাশে থাকলেও তারা এগিয়ে আসেনি।

সকালে এ ঘটনায় রাজশাহী থেকে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে দোষী যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় রেল পুলিশের হাবিলদার গাজীউর রহমান ও কনস্টেবল হামীমকে সাময়িক বরখাস্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top