সকল মেনু

বন্যার পানিতে ভেসে ভারতীয় ভূমিমাইন পাকিস্তানে

বন্যার পানিতে ভেসে ভারতীয় ভূমিমাইন পাকিস্তানে

অনলাইন ডেস্ক॥ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার সীমান্তবর্তী একটি গ্রামে বন্যার পানিতে ভেসে আসা উচ্চ ক্ষমতাসম্পন্ন ভারতীয় ট্যাঙ্ক-বিধ্বংসী একটি মাইন নিষ্ক্রিয় করেছে পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়কারী দল।

মঙ্গলবার শিয়ালকোটের পাসরুর এলাকার চাহোর-সাবজপির গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য ডন।

এ বিষয়ে শিয়ালকোট জেলা সমন্বয় কর্মকর্তা ড. আসিফ তুফায়েল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় অংশ থেকে পাহাড়ি নালা ধরে নেমে আসা বন্যার পানির সঙ্গে ভূমিমাইন ভেসে আসছে।

তিনি জানান, মঙ্গলবার নিষ্ক্রিয় করা মাইনটি ১০ কেজি ওজনের ছিল এবং স্থানীয় লোকজন মাইনটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এরপর শিয়ালকোট থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে মাইনটি নিষ্ক্রিয় করে।

এই নিয়ে ওই এলাকায় গেল দুদিনে তিনটি ভারতীয় মাইন নিষ্ক্রিয় করা হল।

এর আগে সোমাবার জান্দিয়ালা-জাফরওয়াল এবং পিন্ডি দেওয়ানিয়ান গ্রামে বন্যার পানিতে ভেসে আসা দুটি ভারতীয় ভূমিমাইন পাওয়া গিয়েছি

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top