সকল মেনু

নর্থ সাউথের ‘অনুপস্থিত শিক্ষার্থী ২-৩ হাজার’

nsuaaa-290x162হটনিউজ২৪বিডি.কম : দেশের সাম্প্রতিক কয়েকটি জঙ্গি তৎপরতার ঘটনায় বিতর্কিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। গত ৫ বছরের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনায় নর্থ সাউথসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ার খবর ওঠে আসে। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা সংশ্লিষ্টদের জানানোর নির্দেশ দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয়ে তাদের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫ বছরের একটি তালিকা দিয়েছি। সেখানে কয়েক হাজার শিক্ষার্থীর অনুপস্থিতির তালিকা রয়েছে।’

তবে কয়েক হাজার বলতে কতজন বোঝানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘২-৩ হাজার তো হবেই। তবে এটি রেজিস্ট্রার ভাল বলতে পারবেন।’

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ শাহজানকে ফোন দিলেও তিনি ধরেননি।

অনুপস্থিতির তালিকা এত লম্বা হওয়ার কারণ জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, ‘আসলে অনুপস্থিত মানে নিখোঁজ না। অনেকেই আছে টাকার কারণে ঝরে পড়ে, অনেকে প্রতিষ্ঠান পরিবর্তন করে। আবার কেউ বিদেশ চলে যায়, চাকরি নেয় কিংবা ব্যবসা করে। সব মিলিয়েই যারা দীর্ঘদিন ধরে যোগাযোগহীন রয়েছেন তাদের অনুপস্থিত বলা হচ্ছে।’

উপাচার্য বলেন, ‘তবে এ সংখ্যাটি বেশি না। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ও তাদের তালিকা দিচ্ছে। সেইসব বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা আরো বেশি।’

তবে জঙ্গিকাণ্ডের পরও বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমেনি দাবি করে তিনি বলেন, ‘এবার অন্যান্যবারের তুলনায় ভর্তি প্রত্যাশীর হার কমেনি।’

এদিকে, নর্থ সাউথের তালিকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) বেলায়েত হোসেন তালুকদার পরিবর্তন ডটকমকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর এ সংক্রান্ত মৌখিক আদেশ ছিল সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের প্রতিই। লিখিত কোনো আদেশ ছিল না।’

তিনি বলেন, ‘কয়েকটি ফাইল এসেছে দফতরে। সম্ভবত ২-১টি বিশ্ববিদ্যালয় তাদের তালিকা দিয়েছে। তবে সেখানে নর্থ সাউথের ফাইল আছে কি না তা দেখে জানাতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top