সকল মেনু

জঙ্গির সাথে জঙ্গিবাদও ধ্বংস করতে হবে: নৌ পরিবহন মন্ত্রী

জঙ্গির সাথে জঙ্গিবাদও ধ্বংস করতে হবে: নৌ পরিবহন মন্ত্রী
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জঙ্গির সাথে জঙ্গিবাদও ধ্বংস করতে হবে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটি বিষফোড়া। এ ফোড়াকে বড় হবার আগেই তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। জঙ্গি থেকে জঙ্গিবাদ মারাত্মক। এ জঙ্গিবাদকে যত দ্রুত উপড়ে ফেলা যায় ততোই দেশের জন্য মঙ্গল।’
মন্ত্রী শনিবার গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্গত বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, কাভার্ড ভ্যান চালক ইউনিয়নের সভাপতি রুস্তুম আলী, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
শাজাহান খান বলেন, ‘ঢাকা আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অনেকে সম্পদ ছিল জায়গা ছিল, টাকা ছিল। এগুলো আত্মসাৎ করা হয়েছে। এ কারণে শ্রমিক রাজনীতিতে সৎ এবং ভাল নেতা থাকা উচিৎ। ভাল নেতৃত্ব না থাকার কারণে আত্মসাৎ করা হয়েছে। শ্রমিক রাজনীতির জন্য সৎ ও গুণী নেতৃত্ব প্রয়োজন।’
তিনি বলেন, ‘আগে বলা হতো কেউ যদি মরতে চাও তাহলে ঢাকা-আরিচা রোডে চলে আস। এখন ঢাকা-আরিচা রোডের সেই পরিস্থিতি নেই দুর্ঘটনা কমে এসেছে। ঢাকা-আরিচা রোডের অসংখ্য রাস্তার বাক আমরা সোজা করে দিয়েছি। দুর্ঘটনা কমানোর জন্য ১১২ টি সড়ক পরিবহন থেকে সুপারিশ করা হয়েছে।’
শাজাহান খান বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাবার জন্য পেট্রোল বোমা মারার নির্দেশ দিয়ে মানুষ হত্যা করেছে, বাস পুড়িয়েছে, অপরদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষতিপূরণ বাবদ বাসের হেলপার -ড্রাইভারদের ১শ’ কোটি টাকা সাহায্য করেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top