সকল মেনু

হরতালে জামায়াতের মিছিল পিকেটিং মাঠে নেই গণজাগরন মঞ্চ

মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে :জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে ৯০ বছরের রায় প্রদানের প্রতিবাদে ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসির রায় না দেয়ার প্রতিবাদে গণজাগরন মঞ্চের ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে নাটোরের কোথাও মাঠে নামেনি গনজাগরন মঞ্চের নেতাকর্মী ও তাদের সমর্থিত ১১ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে সকাল আটটার দিকে শহরের চকরামপুর এলাকা থেকে একটি মিছিল বের করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি মাদ্রাসা মোড় ঘুরে এসে রাস্তা অবরোধ করে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন-নাটোর শহর জামায়াতের আমির আতিকুল ইসলাম রাসেল, সেক্রেটারী রাশেদুল ইসলাম রাসেদ ও শিবিরের জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন। পরে নেতাকর্মীরা একই স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব গিয়ে রাস্তা থেকে আগুন সরিয়ে দেয়। এদিকে হরতালের কারনে নাটোরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ ছিলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top