সকল মেনু

রায় প্রত্যাখ্যান ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের হরতাল চলছে

Shahabag-L20130715143224হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে গণজাগরণ মঞ্চ, প্রগতিশীল ছাত্র ও যুব সংগঠনগুলো।

পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ার পরও গোলাম আযমকে ট্রাইব্যুনাল ৯০ বছরের যে দণ্ডাদেশ দিয়েছে তারা সে টিও প্রত্যাখ্যান করে।সোমবার মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।রায়ের পর আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চসহ প্রগতিশীল ১০টি সংগঠন শাহবাগে বিক্ষোভ করতে থাকে।একই দাবিতে বিকেলে ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালনের।গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।হরতাল কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ জানান, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ঐক্য ফোরাম, ছাত্র সমিতি, জাসদ ছাত্রলীগ ও যুব ইউনিয়ন এ হরতাল আহবান করে।গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার হরতালে দেশের সব জাতীয় রাজনৈতিক সংগঠনকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন।শাহবাগে প্রজন্ম চত্বরে তিনি বলেন, যুদ্ধাপরাধী গোলাম আযমের অপরাধের বিরুদ্ধে গণ-আদালতের যে রায় ছিল, সেই রায় বাস্তবায়ন করতে হবে।জামায়াত-শিবিরকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার আরও বলেন, ‘যেখানে জামায়াত-শিবির পাবেন, সেখানে তাদের প্রতিহত করুন।’

আগামীকালের হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে মশাল ছিল করবে গণজাগরণ মঞ্চ।সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ কর্মসূচিএছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট আগামীকাল বিকেল ৪টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোট নেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।হরতালে বাসদের সমর্থনবাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে সম্বিলত সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্র যুব সংগঠন কর্তৃক আহুত মঙ্গলবারের হরতালে সমর্থন জানিয়েছেন।এক বিবৃতিতে দলের পক্ষে মাঈন উদ্দিন চৌধুরী বলেন, গোলাম আযমের বিচারের রায় প্রত্যাখান করে আহুত হরতাল সমর্থন করা মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন প্রতিটি নাগরিকের কর্তব্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top