সকল মেনু

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ ২৪৩ রানে

virat-india-23-7_22851খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : বিরাট কোহলির ২০০ রানের পরেই অনুমান করা গিয়েছিল কি হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ভাগ্য৷ গতকাল শনিবার টেস্টের তৃতীয় দিনে এবার বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি ও উমেশ যাদব৷ দু’জনেই চারটি করে উইকেট তুলে নিলেন৷ সেইসঙ্গে মাত্র ২৪৩ রানে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে গেল৷ ৩২৩ রানে এগিয়ে থাকার সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করালেন বিরাট কোহলিরা৷ ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ব্রাথওয়েটের ৭৪ রান ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে লড়াই করতে পারেনি ভারতীয় বোলারদের সামনে৷

গতকাল এক উইকেটে ৩১ রান হাতে নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে ক্যারিবিয়ান দল৷ ব্রাথওয়েট ছাড়া শেন ডউরিচ ৫৭ ও জ্যাসন হোল্ডার ৩৬ শেষ দিকে কিছুটা লড়াই করেছেন৷ ড্যারেন ব্রাভো ১১ ও স্যামুয়েল্সের মতো ব্যাটসম্যান করলেন ১ রান৷ প্রথম ইনিংসের বিপর্যয় থেকেও শিক্ষা নেয়নি ওয়েস্ট ইন্ডিজ দল৷ দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে দিনের শেষে এক উইকেটে ২১ রান তুলেছে ক্যারিবিয়ানরা৷

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৫৬৬-৮
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৪৩ (৯০.২ ওভার)
দ্বিতীয় ইনিংস: ২১-১ (১৩ ওভার)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top