সকল মেনু

পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মন্ত্রিসভা

Prima-290x151হটনিউজ২৪বিডি.কম : অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা চালু করে পঞ্চম শ্রেণিতে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছে মন্ত্রিসভা।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষার এই পর্যবেক্ষণ দেয় মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিইসি বাতিলের প্রস্তাব অনুমোদন না হওয়ায় চলতি বছরেও জেএসসি-জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top