সকল মেনু

আজ মাঠে নামছেন রোনালদো-বেলরা

6-25-290x163খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : আজ শনিবার থেকে শুরু হচ্ছে ইউরোর শেষ ষোলোর লড়াই। নকআউট পর্বের প্রথম দিনেই থাকছে তিনটি ম্যাচ। সবার আগে সন্ধ্যা ৭টায় পোল্যান্ডের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ঘণ্টা তিনেক ব্যবধানে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ বেলের ওয়েলস। আর রাত ১টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।

গ্রুপপর্বের খেলায় আইসল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে নিস্প্রভ ছিলেন রোনালদো। স্বরূপে ফেরেন হাঙ্গেরির বিপক্ষে।ওই ম্যাচে আদায় করে নেন জোড়া গোল। তার অসাধারণ নৈপুণ্যে এবারের আসরে শেষ ষোলোর টিকিট পায় পর্তুগাল। যদিও গ্রুপপর্বের কোনো ম্যাচেই জিততে পারেনি তারা। শেষ ম্যাচেও হাঙ্গেরির সঙ্গে ৩-৩-এ ড্র করেছে পর্তুগাল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদোকে চেনারূপে দেখা যাবে কি? এমন প্রশ্নই ফুটবলবোদ্ধাদের। কেননা তার ওপর পর্তুগাল অনেকটা নির্ভরশীল। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও দিয়েছেন এমন তথ্যই। তবে পর্তুগালের সব পরিকল্পনা রোনালদোকে ঘিরে করা হয় না বলে দাবি করছেন দলীয় ফার্নান্দো সান্তোস। তারকা এই ফরোয়ার্ডের থেকে সেরাটা পাওয়ার জন্য সেই অনুযায়ী দল সাজান তিনি।

ফার্নান্দো সান্তোস বলেন, ‘আমাদের ম্যাচের পরিকল্পনা শুধু রোনালদোকে ঘিরে থাকে না। এমনকি সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার পরেও নয়। কারণ, আমরা যদি রোনালদোকে একজন স্ট্রাইকার হিসেবে খেলাই। তাহলে তার মেধার কিছুটা অপচয় হবে। এটা তার মানও কমাবে। এটা কল্পনাই করা যায় না!’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ফের জ্বলে উঠবেন রোনালদো। এমন প্রত্যাশায় পর্তুগিজ উইঙ্গার নানি বলেন, ‘সবাই তাকে চেনে।সে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি শতভাগ নিশ্চিত যে সামনেও সে এই ফর্মটা ধরে রাখবে। আবারও গোল করে পর্তুগালকে জয় এনে দেবে।’

এদিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে এসে বাজিমাত করেছে ওয়েলস। সওয়ার হচ্ছে গ্যারেথ বেলে। আজ উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডাররদেরও বড়সড় এক পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদের তারকার বিপক্ষে। বেলকে আটকে রাখার মধ্যেই যে নিজ দলের সাফল্য নিহিত, সেটাও খুব ভালোই জানেন উত্তর আয়ারল্যান্ড কোচ মাইকেল ও’নিল। বলেন, ‘নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, বেলকে আটকানোর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা করতে হবে। ম্যাচের একটা বড় অংশজুড়েই তাকে পাহারায় রাখতে হবে। আগে যেমন রোনালদোর বিপক্ষে করেছি, তেমনটাই করতে হবে বেলের বিপক্ষে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top