সকল মেনু

চীনের পূর্ব উপকূলে টাইফুন সুলিকের আঘাত

4আন্তর্জাতিক: ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে চীনের পূর্ব উপকূলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হেনেছে টাইফুন সুলিক। স্থানীয় সময় শনিবার বিকালে প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টি নিয়ে ঝড়টি পূর্ব উপকূলের ওপর দিয়ে বয়ে যায় বলে চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঝড়ো বাতাসে গাছপালা উপড়ে পড়ছে বলে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকবাভে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঝড়টি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং মধ্যরাত নাগাদ সেটি জিয়াংজি প্রদেশে আঘাত হানতে পারে আশঙ্কা করা হচ্ছে। জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে টাইফুন সুলিকের আঘাতে তাইওয়ানে এক জন নিহত হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় সাড়ে আট হাজার মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top