সকল মেনু

ফেসবুকের কিছু অদ্ভুত মজার তথ্য

8_15491হটনিউজ২৪বিডি.কম : আপনি জানেন কি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘প্রথম ফেস’ কে ছিলেন? এইরকম বেশ কয়েকটা অদ্ভুত মজার তথ্য সম্পর্কে জেনে নিন:
১) ফেসবুকের ‘প্রথম ফেস’ ছিলেন এল প্যাসিনো। শূন্য আর এক সংখ্যা দিয়ে তৈরি এল প্যাসিনোর একটা ঝপসা ছবি দেখতে পাওয়া যেত ফেসবুকের হোমপেজে।
২) রোজ ৬ লক্ষবার ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়।
৩) স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে অন্ত ১৪ বার ফেসবুকে লগ ইন করেন!
৪) আপনি ফেসবুক থেকে লগ আউট করার পরও ফেসবুক নজরদারি করে যে আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন!
৫) ফেসবুকে অন্তত ৩০ মিলিয়ান মৃত ব্যক্তি আছেন। মানে তাদের নামে অ্যাকাউন্ট রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top