সকল মেনু

ভারতের বাজারে তৈরি হচ্ছে বিএমডব্লিউ’র স্পোর্টস বাইক

7_15289হটনিউজ২৪বিডি.কম : জার্মান মোটরগাড়ি, মোটর সাইকেল, ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ তাদের নতুন বিলাসবহুল স্পোর্টস ঘরানার মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ সম্পন্ন করেছে। এটির মডেল জি ৩১০ আর। ভারতের বাজারে বাইকটি বিক্রির উদ্যোগ নিয়েছে বিএমডব্লিউ। এটি স্থানীয়ভাবেই তৈরি হবে।

এতে আছে ৩১৩ সিসির সিঙ্গেল সিলিন্ডারের রেসিং ইঞ্জিন। ইঞ্জিনের বিএইচপি ৩৪। ভারতের বাজারে এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১.৮-২ লাখ রুপি।

এই বাইকটি ইন্দো-জার্মান জয়েন্ট ভেঞ্চারে তৈরি হচ্ছে। এটি টিভিএসের সঙ্গে যৌথভাবে নির্মিত হবে। ভারতের সড়কে বাইকটির টেস্ট ড্রাইভ করানো হচ্ছে। যদি দেশটির সড়কে বাইকটি উপযুক্ত হয় তবে এটি বাণিজ্যিকভাবে ভারতেই উৎপাদন করা হবে।

ভারতের সড়কে টেস্ট ড্রাইভে বিএমডব্লিউর বাইকটি সর্বোচ্চ গতি উঠেছিল ১৭০ কিলোমিটার। জি ৩১০ আর এ সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলে তৈরি। এতে কোনো এবিএস রিং নেই।
লিকুইড কুলড ইঞ্জিনের ঘূর্ণনগতি ৯৫০০ আরপিএম। টর্ক ২৮ এনএম@৭৫০০ আরপিএম। এতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে।
এবছরের শেষ নাগাদ ভারতে বাইকটি বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top