সকল মেনু

স্বর্ণের দাম কমলো

48নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ মে : একটানা চার দফা বাড়ার পর ফের কমছে স্বর্ণের দাম। আগামী ৩১ মে (মঙ্গলবার) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ ও রূপা।

রোববার বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমার বিষয়টি জানানো হয়েছে।

নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৫ হাজার ৮শ’ ৯৭ টাকায়। বর্তমানে এর দাম রয়েছে ৪৭ হাজার ৪শ’ ১৪ টাকা। ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৫শ’ ১৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম র্নিধারণ করা হয়েছে ৪৩ হাজার ৮শ’ ৫৬ টাকা। বর্তমান বাজার দর রয়েছে ৪৫ হাজার ৩শ’ ১৪ টাকা। ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৪শ’ ৫৮ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার টাকা কমায় বিক্রি হবে ৩৭ হাজার ৬শ’ ১৬ টাকায়।

এছাড়াও প্রতি ভরি রূপার দাম কমানো হয়েছে ৫৮ টাকা। বাজার দর রয়েছে ১ হাজার ১শ’ ৬৬ টাকা ভরি।

বাজুস জানায়, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে মিল রেখেই দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কমানো-বাড়ানো হয়ে থাকে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top