সকল মেনু

পাবনায় আ.লীগ ১৪ বিএনপি ১ স্বতন্ত্র ১ জয়ী

21-14-290x181হটনিউজ২৪বিডি.কম : পাবনার দুই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলার সাঁথিয়া উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। আর ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন।

সাঁথিয়া উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচিতরা হলেন- নাগডেমরা ইউনিয়নের হারুন অর রশিদ (আ.লীগ), ভুলবাড়িয়া ইউনিয়নে ইউনুস মাস্টার (আ.লীগ), ধুলাউড়ি ইউনিয়নে জরিপ আহম্মেদ মাস্টার (আ.লীগ), নন্দনপুর ইউনিয়নে রবিউল ইসলাম লিটন মোল্লা (আ.লীগ), আর-আতাইকুলা ইউনিয়নে আলহাজ কোরবান আলী (আ.লীগ), ক্ষেতুপাড়া ইউনিয়নে মনসুর আলম পিনচু (আ.লীগ), কাশিনাথপুর ইউনিয়নে মীর মঞ্জুর এলাহী (আ.লীগ), ধোপাদহ ইউনিয়নে সালাউদ্দিন খান (বিএনপি) ও গৌরীগ্রাম ইউনিয়নে জয়নাল আবেদীন (আ.লীগের বিদ্রোহী প্রার্থী-স্বতন্ত্র)।

অপরদিকে ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে বিজয়ীরা হলেন- পাকশী ইউনিয়নে এনামুল হক বিশ্বাস এনাম (আ.লীগ), সাহাপুর ইউনিয়নের মতলেবুর রহমান মিনহাজ (আ.লীগ), দাশুড়িয়া ইউনিয়নে বকুল সরদার (আ.লীগ), মুলাডুলি ইউনিয়নে সেলিম মালিথা (আ.লীগ), ছলিমপুর ইউনিয়নে বাবলু মালিথা (আ.লীগ), সাঁড়া ইউনিয়নে রানা সরদার (আ.লীগ) ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে আনিসুর রহমান শরিফ (আ.লীগ)।

সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top